বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

নারীরাও সমানতালে
অনলাইন ডেস্ক

উৎসর্গ : পৃথিবীর সকল নারীকে

এগিয়ে যাচ্ছে নারীরাও সমানতালে।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর অবদান সর্বত্র

তবুও কেনো নিরাপত্তাহীনতায়, নারীর প্রতি সহিংসতা।

তবুও কেনো নারীর একা পথ চলতে এতো ভয়!

কুৎসিতরূপী ধর্ষকদের উঁকি দেয়া!

নারীর বাধা মুখে মুখে,

নারীর বাধা ক্ষণে ক্ষণে!

নারীর প্রতি শ্রদ্ধাহীন

নারীর প্রতি প্রশংসাহীন

নারীর প্রতি ভালবাসাহীন

আর কতকাল?

নারীরাও সমানতালে

অধিকার সচেতন সংগ্রামী নারী সমাজ

গড়ে উঠেছে জনে জনে

অধিকার রক্ষার প্রাণপণ চেষ্টা জনে জনে।

পুরুষ কি নারী ব্যাতীত জীবন কল্পনা করতে পারে?

নারী আছে বলেই পুরুষের জীবন আশ্চর্যজনক

নারী আছে বলেই কোমলতার সঙ্গে নিখুঁত;

যেহেতু নারীরাও সমানতালে;

সুতরাং নারীতে আছে জাদু,

প্রতিটি বাড়ি, প্রতিটি হৃদয়, প্রতিটি অনুভূতি,

প্রতিটি মুহূর্ত নারী ছাড়া অসম্পূর্ণ;

নারীরাও সমানতালে নারীতে সম্পূর্ণ;

জগতকে দুর্দান্ত করে সাজাতে আশীর্বাদ যেনো।

যদি জীবন রংধনু হয়-নারীতো তার রঙের বাহার,

যদি জীবনে নামে আঁধার, নারী তো আশার আলো।

নারীশক্তি-যে নারী রাঁধে, সেই আবার চুল বাঁধে।

দশ হাতে সামাল দেয়া ঘরে-বাইরে

মুক্ত বলাকার মতো বিশ্ব জয় করতে সক্ষম

পুরুষ শাসিত সমাজে নারীরা অসহায়,

‘অবলা’ নারী আর বলো না;

যাচ্ছে এগিয়ে নারীরাও সমানতালে।

শেষ হোক সব বৈষম্য-বঞ্চনা

প্রতিটি দিন হোক নিরাপদ

নারী হয়ে উঠুক শক্তি ও সম্ভাবনার প্রতীক

যাচ্ছে এগিয়ে নারীরাও সমানতালে।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়