বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

প্রিয় কলেজ
মোহাম্মদ শামছুল আলম সূর্য, শিক্ষাবর্ষ-১৯৯৭-৯৮

হাইস্কুলের গণ্ডি পেরিয়ে বুভুক্ষু হৃদয়াঙ্গন,

কবে মাখবো পদস্পর্শ চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ।

ভর্তি হলাম স্বপ্ন-পূরণ ক্লাস শুরু চারদেয়ালের রুম,

নতুন-পুরোনের মিলনমেলায় হাসিখুশিতে ধুম।

প্রথম ক্লাস চারদিক শুধু বন্ধুত্বের মধুর মায়া,

স্যারদের সাথে পরিচয় যেনো পিতৃত্বের অসীম ছায়া।

হৈ-হুল্লোড় মহানন্দে পুরো ক্যাম্পাসে বিচরণ,

জ্ঞান অর্জনের মাঝে শিখছি উন্নত আচরণ।

শিক্ষকরা ছিলেন পিতার মতো, ক্লাসমেটরা ছিলো বন্ধু,

অনুজরা ছিলো স্নেহধন্য, অগ্রজরা আশ্রয়ের সিন্ধু।

আত্মার বন্ধনে অদেখা বাঁধন ভোলার সুযোগ নাই,

মিলেমিশে সবাই একাকার যেনো আপন বোন আর ভাই।

স্যারদের শিক্ষা আদর শাসনে পাই ভবিষ্যৎ গড়ার পথ,

মূলমন্ত্র ও ব্রত শেখায় থাকতে সদা মানবিক মহান ও সৎ।

হাসি আনন্দ দুষ্টুমি আবেগ বিস্তারে কলেজটাই প্রিয়জন,

জীবন চলার পরতে পরতে প্রিয় বিদ্যাপীঠের জ্ঞানটুকুই অসীম প্রয়োজন।

শত সহস্র স্মৃতির ভাণ্ডার প্রিয় চাঁদপুর সরকারি কলেজ,

এখান থেকেই অর্জিত মোর যত সামান্য অমূল্য নলেজ।

কয়েকটি বছর কাটিয়েছি পবিত্র এ শিক্ষালয়ের বুকে,

আজীবনই প্রিয় কলেজের গুণগান থাকবে হৃদয় মুখে।

অনুজ-অগ্রজ সহপাঠী বন্ধু সবাই থেকো ভালো,

সততা মানবিকতা উন্নত জীবনে বিলিয়ে দিও আলো।

এ কলেজ আঙিনায় জন্ম নিয়েছে অজস্র পুণ্যবান,

দেশ-বিদেশে জ্ঞানের জ্যোতি ছড়িয়ে হচ্ছে কীর্তিমান।

প্রিয় বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্যে যেমনি হৃদয়ে ফুটে সুখ,

তেমনি প্রিয় শিক্ষালয়ের সন্তানদের বিয়োগে অন্তরে ভাসে দুঃখ্।

পিতৃসম শিক্ষগুরু সকলের তরে শ্রদ্ধা দোয়া প্রতিক্ষণ।

নেক হায়াতে সুস্থ জীবনে কাটে যেনো আজীবন।

কলেজ জীবনের শিক্ষক-সাথী হৃদয় করেছে জয়,

জীবনপাতার এ মধুময় স্মৃতি কখনোই ভুলিবার নয়।

প্রিয় কলেজের প্রিয় তালিকায় হারিয়ে ফেলেছি যাদের,

প্রার্থনা করি মহান স্রষ্টা পরম সুখণ্ডউদ্যানে রাখুন তাদের।

ক্যাম্পাসের হাওয়া ধূলিকণার সমন্বয়ে লব্ধ অমূল্য নলেজ,

সেটাই তো মোদের প্রিয় শিক্ষালয় চাঁদপুর সরকারি কলেজ।

শিক্ষা-দীক্ষা জ্ঞান-বিজ্ঞান আর শিল্প-সাহিত্যের পরিপূর্ণ এক অঙ্গন,

আমার তোমার আপনার মোদের প্রিয় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ।

গৌরবের ৭৫ বছরে তোমার জ্ঞান জঠরে আমি এক নগণ্য গর্বিত সন্তান,

অনাদিকাল ধরে সাফল্যের সাথে হয়ে উঠো মানুষ গড়ার উৎকৃষ্ট প্রতিষ্ঠান।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়