বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

লেখক সৃষ্টির প্রথম সোপান পাঠক ফোরাম
কল্পনা সরকার

চাঁদপুর কণ্ঠ পত্রিকার আমি নিয়মিত পাঠক। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় চাঁদপুর কণ্ঠকে অনন্য বলতে দ্বিধা নেই। যখন পত্রিকাটি ট্যাবলয়েড আকারে প্রকাশিত হতো তখন থেকেই অর্থাৎ পত্রিকাটির জন্মলগ্ন থেকে আমি একজন ভক্ত। সবচেয়ে ভালো লাগে চাঁদপুর কণ্ঠের নিরপেক্ষতা। সকল সংবাদই স্বমহিমায় প্রকাশিত হয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা থেকে শুরু করে সময়োপযোগী সব ধরনের খবর প্রকাশিত হয় চাঁদপুর কণ্ঠে। নেই কোনো দলাদলি, নেই পক্ষপাতিত্ব। এটাই চাঁদপুর কণ্ঠের বৈশিষ্ট্য। আসল বিষয়ে আসা যাক। চাঁদপুর কণ্ঠের ‘পাঠক ফোরাম’ আমাকে অনুপ্রাণিত করে। শনিবার প্রকাশিত এই অংশটি পাঠককে তার মনের সদিচ্ছা, আবেগ, ঐকান্তিকতাকে উদ্বুদ্ধ করে। পাঠক ফোরামের বিভিন্ন লেখা পড়তে পড়তে নিজের মনেই আবেগ অনুভূত হয়, পত্রিকাটি পড়ে, কেমন লাগছে, তা জানাবার জন্য। ফলে লেখালেখির মাধ্যমে লেখক, কবি, সাহিত্যিকদের সৃষ্টির দ্বার উন্মোচিত হয়। অনেকে কোনোদিনও ভাবেওনি যে, সে কিছু লিখবে। কিন্তু পাঠক ফোরাম থেকে যখন বিশেষ দিনে, বিশেষ বিষয়ের উপর লেখা আহ্বান করা হয় তখনই পাঠকের অনুভূতিতে জাগ্রত হয় লেখার অদম্য স্পৃহা। একটু একটু লিখতে লিখতে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও অনুভূতি প্রকাশ পায়। তৈরি হয় সঠিক লেখক ও পাঠক।

লেখার মাধ্যমে বেরিয়ে আসে অনেক না-বলা কথা। কথা মনকে নাড়া দেয় বিভিন্ন-চিন্তা চেতনায়। অনেক উঠতি বয়সের ছেলে-মেয়ে তাদের অনুভূতি সুন্দরভাবে তুলে ধরে লেখার মাধ্যমে। প্রকাশ পায় সমাজ, সংস্কৃতি ও শিক্ষার নানা দিক। আর তা প্রকাশের সুযোগ করে দেয় চাঁদপুর কণ্ঠের ‘পাঠক ফোরাম’।

আমরা গর্বিত চাঁদপুরে জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী মানুষ। যাঁদের মধ্যে রয়েছে অনন্য প্রতিভা। চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরামে লেখা আহ্বানের মধ্য দিয়ে তৈরি হয় অনেক সৃজনশীল লেখক। লেখক তৈরির প্রথম সোপান পাঠক ফোরাম। পাঠক ফোরামকে অভিবাদন ও ধন্যবাদ জানাই এভাবে লেখার মাধ্যমে লেখক, কবি, সাহিত্যিক সৃষ্টির অদম্য প্রয়াসকে।

সর্বশেষ ধন্যবাদ জানাই তাঁদেরকে যাঁরা চাঁদপুর কণ্ঠের বিভিন্ন বিভাগে লেখা আহ্বান করে তা প্রকাশ করেন। এতে করে মতুন প্রতিভার উন্মেষ ঘটে। তৈরি হয় পাঠক। সর্বশক্তিমান স্রষ্টা চাঁদপুর কণ্ঠকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাক। জয়তু চাঁদপুর কণ্ঠ। জয়তু পাঠক ফোরাম।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়