প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
মনের মাঝে উড়ন্ত পাখি
মনের অসীম ভিড়ে,
একলা বসে নদীর পাড়ে
জ্বলছি আঁখিনীড়ে।
নদীর মাঝে পাল তোলে
পাখির ডানা উড়িয়া,
পাখির মতো উড়তে চাই
মনের আনন্দ ছাড়িয়া।
মনের পাখি মন বুঝে না
বুঝে ‘সে যে’ কী,
উড়িয়া উড়িয়া স্বপ্ন ধরিয়া
‘সে যে’ দেয় ফাঁকি।
হাওর-নদীর তীরের বাঁকে
জ্বলছে মোর আঁখি,
ঝিরিঝিরি বৃষ্টির অগোচরে
ডাকছে ‘মনপাখি’।