সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

স্বপ্নের সৈকতে
অনলাইন ডেস্ক

পাহাড়-ঝর্ণা-নদী বহুদূর অবধি অথই সমুদ্রের সীমানা যেখানে

সুদূর দৃশ্যহীন, সেখানেই মিতালি জলে আর আকাশে।

এইখানে ঝাউবনে উদাসী অলসক্ষণে, দখিণা বাতাসে

মুরলী বাজায় কোন বিরহী প্রেমিক, শতব্যথা অভিমানে।

প্রকৃতি জেগে উঠে সাগরের বুকচেরা প্রভাতের আলোতে,

নীলজলে নোনাঢেউ; গাঙচিল খেলা করে জীবনের সৈকতে।

সঙ্খ ঝিনুকের দল আর শান্ত উপলেরা নির্জন উপকূলে;

প্রবালের মায়ারূপ কী যে শোভা অপরূপ, মন রাঙা করে দিলে।

গোধূলির রং মেখে ক্লান্ত সব পাখিরা দলবেঁধে ফিরে যায়

স্বপ্নের নীড়েতে। সন্ধ্যায় ঝিঁঝিঁরা সমগীতে মুখরিত; যেন অবাদ

প্রেমের গান। শরতের আকাশে মনহারা আবেশে ইতিউতি করে চাঁদ।

বালুতটে ঝিলিমিলি রূপালি আলোর কণা; কার ছবি ভাসে হায়!

উতলা সাগরতীরে সাথীহারা পথিকের পোড়ামন আনমনে

চেয়ে আছে অপলক; যদি সাথী ফিরে আসে এপথেই কোন ক্ষণে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়