প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০
আবদুর রাজ্জাক
তুমি সাঁই সাঁই করে উড়ে যাও
আমি কচ্ছপের গতিতে প্যাভিলিয়নে
শতাব্দী ধরে করুণ বাসনা পুষে
এখন যে ফসলি দিন
সব তুমি তুলেছো গোলায়
তোমার ঘরে সোনার মোহর
বাহিরে পাখিদের উৎসব।
সঙ্গম শেষে পাখিরা উড়ে যাবে
মুখ লুকাবে পত্র পল্লবের গহীনে
নির্মম বিহিত জেনে
সম্মুখের মুখ গুলো প্রাচীন হচ্ছে
বিলম্বিত রাত্রির খোঁজে
দূরের পাখিদের কণ্ঠে
মৃতদের মত নিরবতা।