প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০
রমজান এলো বার্তা নিয়ে মুসলিম জাহানে,
মহান প্রভুর দয়া যেনো তার বান্দাদের শানে।
বর্ষিত করেন অবারিত রহমত বরকত মাগফিরাত,
পাপ মোচনে পূণ্যের সাথে হয় যেনো সুন্দর আখিরাত।
রমজান এলো কাঁদলো ইবলিশ হলো শিকলে বন্দি,
মুমিন বান্দারা মাফ পাবেন এটাই আল্লাহর সন্ধি।
মুমিন বান্দারা অপেক্ষায় থাকে ফেলে দীর্ঘশ্বাস,
পূণ্যের পাল্লা ভারী করতে আসবে কখন পবিত্র এ-মাস।
রমজান মাস বরকতের মাস জড়ান রহমতের বৃষ্টি,
গুনাগার বান্দাদের মাফকরণে এ-মাস বিধাতার সৃষ্টি।
রমজান মাস সৌভাগ্যের মাস নেকের পাল্লা দেখায়,
অন্যায়মুক্ত জীবন গঠনে এগিয়ে যেতে শেখায়।
সিয়াম পালন আর ইবাদতে ইবলিশ বড়ই রাগি,
এ-মাসটিতে মহান প্রভু থাকেন বেজায় খুশি।
ভুলের মাঝে ভুল করে যারা করেছে ইবলিশের সাথে বন্ধন,
ক্ষমা পাবে দোষ শিকারে সিয়াম সাধনে প্রার্থনায় যদি করেন ক্রন্দন।
রমজান মাস একে সত্তর তারও বেশি যা-ই করি ভালো কাজ,
আত্মা হবে পরিশুদ্ধ পাবে জান্নাতের পবিত্র সাঁজ।
রমজান মাস সামর্থ্যদের বুঝাতে দরিদ্রদের ক্ষুধার জ্বালা,
মানবতার দ্বার উন্মোচনে মনের পশুত্বকে যেন আজীবন মারেন তালা।
দিনে-রাতে দুটি সময়ে নেয়ামতের আহার,
রোজাদারের ইফতার সেহেরি যেনো বেহেস্তি খাবার।
সাহাবায়ে কেরাম পেয়েছেন অসীম সাওয়াবের মুহূর্ত উহুদণ্ডখন্দক-বদর,
উম্মতের জন্য সৌভাগ্যের একটি রজনী এ-মাসে পবিত্র শবে-কদর।
পূর্ববর্তী নবীদের অনুসারিরা ইবাদত করতে পেয়েছে শত-সহস্র বছর হায়াত,
তারও বেশি নেকের ব্যবস্থা শবে কদরে পড়লে নামাজ জিকির কোর-আনের আয়াত।
ত্রিশ দিনের তিন ভাগ রহমত মাগফিরাত নাজাত,
রমজান আসে সবার তরে সুন্দর করতে দুনিয়া ও আখিরাত।
এ-মাস পেয়ে গুনা মাফ করতে পারলোনা যে-জন,
ধরণীর বুকে পোড়া কপালওয়ালা মানুষটিই সে-জন।
রমজানের পূর্ণ ফজিলতে ইবাদত বন্দেগিতে মশগুল যেন রই,
প্রার্থনা করি ইহকাল-পরকালে রব্বে করিমের প্রিয় বান্দা যেন হই।