সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

সুখী মানুষ
অনলাইন ডেস্ক

রঙ্গরসে রসিক বাবু

কাটান সারাদিন,

মনে বেজায় ফুর্তি তার

মাথায় ভরা ঋণ।

এসব দেখে বউটা তার

রেগে অগ্নিশর্মা,

গালিগালাজ করেন তাকে

বলেন নিঃকর্মা।

সংসারের ভাবনা তার

নেই বিন্দুমাত্র,

আমোদণ্ডফুর্তি করে তার

কাটে দিনরাত্র।

বাজার খরচ নিত্য বাড়ে

যায় না কিছু তাতে,

মনটা অনেক খুশি থাকে

আলু সিদ্ধ ভাতে।

ভূড়িটা তার আগেই চলে

মাথায় টাকে ভরা,

তিনিই বুঝি সুখী মানুষ

জীবন সুখে গড়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়