সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

ব্যর্থ চাওয়া
অনলাইন ডেস্ক

ফুলগুলো ভুল হয়ে যায় কেনো জানি

মস্তিষ্ক জাত এক অদ্ভুত পাগলামিতে

তখন যা চেয়েছি এখন তার বিপরীত

এখন যা চাই তখন তা চাওয়া ছিল না।

সময় এতো বদলে দেয় মানুষকে

এতো নিষ্ঠুর হয় সময়, সময়ের ফেরে ইচ্ছেগুলো খামখেয়ালিপনায় মাতে,

রংধনুর আকাশকে করে দেয় মেঘলা আকাশ, নিমিষে বৃষ্টি ঝরে, আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় তোলে।

নীরহারা হয় পাখিরা, আঁখি বন্ধ করে ঘুমানোর সুখ হারিয়ে ছন্নছাড়া হয়ে উঠে তারা-

ফুল ভুল হয়ে যায়,

আঁখি

নিঃসঙ্গ বেদনার আঘাতে আহত হয়ে

বোবা হয়ে যায় ফুলগুলো,

ভুলের মাস্তুলে আটকে পড়ে জীবন-

সময়, সভ্যতার আঘাতে জর্জরিত হয়ে পাগলামিটা বেড়ে চলে

মানুষ অসহায় হয়ে উঠে সমাজ, সভ্যতা আর সময়ের কাছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়