প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পত্রিকার ‘পাঠক ফোরাম’ পাতা কবি, সাহিত্যিক ও লেখকদের জন্য লেখালেখির এক বিশেষ আতুড়ঘর। সেই শুরুর সংখ্যা থেকে আজ পর্যন্ত এ পাঠক ফোরামের পথচলার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় তৈরি হয়েছে অসংখ্য লেখক এবং পাঠক।
যারা লিখতে ও পড়তে ভালোবাসে। পাঠক ফোরাম পাতা হয়ে উঠেছে লেখক ও পাঠকদের আবেগের অন্য এক নাম। যার বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি সংখ্যার প্রকাশিত লেখাতে। সপ্তাহের প্রতি শনিবার প্রকাশিত হয় এই পাতাটি। এ পাতায় উঠে আসে মানব মনের আবেগ, ভালোবাসা, চাওয়া-পাওয়া, যাপিত জীবনের গতি ও স্থিতির দারুণ এক প্রতিচ্ছবি। যে প্রতিচ্ছবিতে কালো অক্ষরে স্থান পায় লেখকদের হৃদয় উৎসারিত শত সহস্র বর্ণিল শব্দ। যে শব্দ কথা বলে সমাজ, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, মূল্যবোধ, সভ্যতার। পাঠক ফোরামের প্রতিটি সংখ্যায় উঠে আসে নতুন নতুন লেখা যাতে উন্মোচিত হয় শত এগিয়ে চলা কিংবা সীমাবদ্ধতার গল্প। যা আমাদের সামনে বাস্তব ও পরাবাস্তব জীবনের গতি প্রকৃতি তুলে ধরে। আমাদের মনস্তাত্ত্বিক ও জাগতিক জীবনের অস্তিত্বের একটি সারাংশ নিয়ে আসে পাঠকদের সামনে।
পাঠক ফোরামের লেখা পড়ে পাঠকরা জানতে পারে জীবন ও সভ্যতার প্রকৃত গতিপ্রকৃতি। লেখা পড়ে তারা কখনো আবেগে আপ্লুত হয়, হাসে, কাঁদে এবং গল্প কিংবা কবিতার চরিত্রের সাথে নিজেকে মেলানোর চেষ্টা করে। ক্ষেত্রবিশেষে নিজেরাই হয়ে উঠে এ সকল গল্প, কবিতার আরাধ্য চরিত্র।
পাঠক ফোরাম পাতার একজন নিয়মিত লেখক ও পাঠক হিসেবে আমি চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরামের ১০০০তম সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে এ পাতা এবং এর সাথে সংশ্লিষ্ট সাহিত্য সম্পাদকসহ সকল কলাকৌশলী, লেখক ও পাঠকদের অনিঃশেষ শুভকামনা জানাই। সাথে পাঠক ফোরাম পাতার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।