প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
মধুর সুরে বাজলো বাঁশি
আজ এই নিশিদিনে,
শিমুল, পলাশ বাঁধলো আমায়
ভালোবাসার ঋণে।
পথের বাঁকে কৃষ্ণচূড়াও
ভরিয়ে দিলো মন,
আবির রঙে সাজলো সবে
রাঙিয়ে ফুলো বন।
সেই রঙেতেই সাজলো সখি
লজ্জায় হলো লাল,
ফেললো ঝেড়ে অতীত বেদন
জীর্ণশীর্ণ শাল।
কুহুমন্দ্র গান শোনালো
সব অভিমান ভুলে,
বসন্ত আজই এসে গেছে
তরুণীর খোলা চুলে।