প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
স্মৃতির কোলাজে সব বিষণ্ন প্রতিচ্ছবি
গাঢ় নীলে জেঁকে বসে মজ্জা-মগজ;
মাদকতার পেয়ালায় ঠেকে ভূতুড়ে অনুভূতি
রোদেলা দুপুরেও আঁধারের বিস্তীর্ণ রেখা।
অদ্ভুত ভাবনায় পূর্ণ কিস্তির সকল খাতা
অভিমানে জ্বলসে উঠে এক ফালি চাঁদ;
হঠাৎ আচানক ঠেকে অখণ্ড চেনা চারপাশ
জমা হয় বিভেদের সারি সারি পাহাড়।
স্তুতির খেরো খাতা হয়ে যায় তীব্র বিস্বাদ
অবেলার বরফে জমে চোখের নোনতা জল;
সব থমকে যায় বিচ্যুতির স্থির কবিতায়
স্মৃতিরা যে ক্রমশ হয়ে উঠে তীব্র অভিমানী।