প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ফাগুন এলে বসন্তরাজ দোলে মনে মনে,
কৃষ্ণচূড়া ফুলের শোভা ভাসে চোখের কোণে।
সবুজ শোভা গাছগাছালির ঝরা পাতার গান,
নিত্য শোনে তাহার ব্যথা অসাড় প্রেমিক প্রাণ।
ফাগুন প্রেমের তপ্ত আগুন জ্বলে সদা বুকে,
রক্তের মত বৃষ্টি হয়ে ঝরে যেনো মুখে।
মনের মাঝে উতলে উঠে ফাগুন প্রেমের ঢেউ,
অচিনপুরের পথিক বেশে মনটা কাড়ে কেউ।
কোকিল সুরে নেচে উঠে দুষ্টু চপল মন,
মন হারিয়ে যায় ছাড়িয়ে নিবিড় ঘনবন।
সুবাসমাখা পুষ্পকলি, বৃক্ষ মহীয়ান,
ফাগুন এলে মুগ্ধ করে অসাড় প্রেমিক প্রাণ।