সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বাবা
অনলাইন ডেস্ক

সন্তান তুমি হও যত জ্ঞানী গুণী

বাবার কাছে তুমি সর্বদাই সোনামণি।

বাবারা হোক গরিব কিংবা ধনী

আমরা সবসময়ই বাবাদের কাছে ঋণী।

বাবা সে তো হাজারো চাওয়া

পূরণের শেষ অবলম্বন।

বাবা সে তো দুঃখের সাগরে ডুবেও

দেখা সুখের রাজ্যের স্বপন।

বাবা সে তো আশ্রয়দাতা বটবৃক্ষ

বাবা সে তো শীতল আভার এক কক্ষ।

বাবা সে তো নির্ভরতার মূর্ত প্রতীক

বাবা সে তো তীরহারা নদীতে খুঁজে পাওয়া দিক।

বাবা মানে টাকার ব্যাংক

ফুরায় না যা কখনো।

বাবা মানে হাজার ভুলের

পরেও ক্ষমা পাওয়া তখনো।

বাবা মানে নিজে না খেয়েও

সন্তানের আহার জোগানো।

বাবা মানে নিজে ছেড়া ড্রেস পরেও

সন্তানের জন্য নতুন জামা বানানো।

বাবা মানে সাইকেল চালিয়ে

ভাড়ার খরচ বাচানো।

বাবা মানে নিজে কম খেয়ে

টাকাণ্ডপয়সা জোগানো।

পূরণ হোক স্বপ্ন বাবাদের

দেখে যাক সফলতা সন্তানের।

বৃদ্ধাশ্রমে যেন না হয় বাবার আশ্রয়

সন্তানেরা রাখুক তাদের পরম মমতায়।

ভাল থাকুক বাবারা সবাই

বেঁচে আছেন যারা

জান্নাতি হোক সকল বাবা

বেঁচে নেই যারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়