শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান

ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা থেকে ॥
বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার এক লক্ষ মানুষ পানিবন্দি হয়েছে। অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে জনপদ প্লাবিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, সিংগাপুর, ইতালি ও আমেরিকা সহ বিভিন্ন দেশে কর্মরত এবং বসবাসরত প্রবাসীরা মীরসরাইয়ের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে । ত্রাণ স্বেচ্ছাসেবক কমিটির প্রধান সমন্বয়ক নুরুল হুদা হামিদী বলেন, বন্যাকবলিত মানুষের পাসে দাঁড়াতে প্রবাসীরা অর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন--ব্যাংক একাউন্ট MD. Nurul Huda, A/C 20502520200315410, Islami Bank Limited, Barayerhat Branch. (বিকাশ ০১৮১৯ ৬১০৭২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী ও মুহুরী নদীসংলগ্ন করেরহাট, ধুম, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ওচমানপুর, ইছাখালী ও কাটাছরা ইউনিয়নের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে বিভিন্ন সরকারি ও বেসরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্যক্তিগত এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে অনেকে। বিপুল জনগোষ্ঠীর খাবার ও পানি জোগান দিতে অর্থিক ভাবে হিমশিম খাচ্ছে এগিয়ে আসা সংগঠন গুলো।

ত্রাণকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রবাসীসহ সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।

মীরসরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় উপজেলার করেরহাট, ধুম, জোরারগঞ্জ, হিঙ্গুলী, ওচমানপুর, কাটাছড়া, ইছাখালী, খৈয়াছড়া ও মায়ানী ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের নিরাপদ আশ্রয়ের জন্যে খোলা হয়েছে ৭৯টি আশ্রয়কেন্দ্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়