শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধু জাদুঘরে হামলার প্রতিবাদ

আজিজুল আম্বিয়া ॥
বঙ্গবন্ধু জাদুঘরে হামলার প্রতিবাদ

জাদুঘরে রূপান্তরিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবনটি আমাদের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাড়িটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এটি এখন বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর একটি জাতীয় সম্পত্তি। ২০০৯ সালে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) জাদুঘরটিকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। যুক্তরাজ্যভিত্তিক ৭ মার্চ ফাউন্ডেশন এক বিবৃতির মাধ্যমে বঙ্গবন্ধু জাদুঘরে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে।

তারা বলেন, আমরা বিশ্বাস করি যে, এই জাতীয় সম্পদের ধ্বংস বাঙালির বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যে জ্ঞানের ফোয়ারা বন্ধ করার সমান। এটি আমাদের জাতীয় বীরের প্রতি সহনশীলতা এবং সম্মানের বোধ নিয়ে আমাদের তরুণদের বেড়ে ওঠার জন্যে একটি খারাপ নজিরও স্থাপন করেছে। এই কাজগুলো জাতীয় ঐক্য ও সমঝোতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী, যেটি জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা দেশের অভ্যন্তরে এবং বিদেশে বাংলাদেশের সকল সচেতন নাগরিকের কাছে এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কঠোরতম ভাষায় নিন্দা জানাই।

তারা আরো বলেন, আমরা অবিলম্বে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্যে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারকে অনুরোধ করছি। এই ঘৃণ্য অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনুন, অবিলম্বে জাদুঘরের সম্পূর্ণ পুনরুদ্ধার শুরু করুন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসহ দেশের বঙ্গবন্ধু সম্পর্কিত সকল স্থান ও জাদুঘরের পূর্ণ সুরক্ষা ও সুরক্ষা নিশ্চিত করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়