রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের উষ্ণ অভিনন্দন

সিদ্দিকুর রাহমান ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের উষ্ণ অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের উষ্ণ অভিনন্দন জানানোর খবর পাওয়া গেছে। বাংলাদেশের জন্যে ইইউ’র জিসপি প্লাস বাণিজ্য সুবিধা ২০২৯ সালের পরও অব্যাহত রাখতে স্পেনের সমর্থনের অনুরোধ জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি। মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অফ স্টেট (প্রতিমন্ত্রী) ইভা মারিয়া গ্রানাদোস গালিয়ানোর সাথে সম্প্রতি তাঁর দপ্তরে ফলপ্রসূ বৈঠক করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষিতে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেরিত উষ্ণ অভিনন্দনবার্তার জন্যে রাষ্ট্রদূত দেশটির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্পেন ও বাংলাদেশ উভয় দেশেই সম্প্রতি পুনঃনির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার বিষয়ে সেক্রেটারি গালিয়ানোকে অবহিত করেন এবং বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধার মেয়াদ ২০২৯ সালের পরেও বর্ধিত করার ক্ষেত্রে অন্যান্য উন্নয়ন সহযোগীদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যে স্পেনকে অনুরোধ জানান। এছাড়া, স্পেন ও বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন কতিপয় সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত স্বাক্ষরে সেক্রেটারি গালিয়ানোর সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা জনগোষ্ঠী) স্বদেশে প্রত্যাবর্তনে স্পেনের সমর্থন জোরদারের আহ্বানও জানান। এই ইস্যুতে বাংলাদেশের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে সেক্রেটারি গালিয়ানো জানান, গত বছর ইইউ ফ্রেমওয়ার্কের আওতায় স্পেন রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে ০.৮ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি বাংলাদেশে স্প্যানিশ ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা প্রদানে স্পেন সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে ঝঢ়ধহরংয অমবহপু ভড়ৎ ওহঃবৎহধঃরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (অঊঈওউ)-এর সহযোগিতা কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে অভিমত ব্যক্ত করেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়