রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০

প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন
অনলাইন ডেস্ক

[দৈনিক চাঁদপুর কণ্ঠের শিক্ষাঙ্গন বিভাগ এ সংখ্যা থেকে প্রতি সংখ্যায় একজন শিক্ষকের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত প্রকাশ করবে। শতবর্ষী বিদ্যানিকেতন ডিএন উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন-এর জীবনবৃত্তান্ত আজ উপস্থাপিত হলো।]

শিক্ষক পরিচিতি পর্ব : ১

মোহাম্মদ হোসেন ১৯৭২ সালে শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ হেদায়েত উল্লাহ পাটওয়ারী ও মা জমিলা খাতুন। তিনি শাহরাস্তির দক্ষিণ রাগৈ সপ্রাবি থেকে প্রাথমিক, রাগৈ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রামগঞ্জ সরকারি কলেজ ও সূচিপাড়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড সম্পন্ন করেন। তাঁর প্রিয় শিক্ষক শাহরাস্তি রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন।

১৯৯৩ সালের ১০ সেপ্টেম্বর শাহতলী জিলানী চিশতী স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তীকালে ১৯৯৫ সালের ১৪ অক্টোবর লালপুর বালুধুম হাইস্কুলে, ১৯৯৯ সালে সফরমালী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক, ২০০৯ সালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, একই বছর ডিসেম্বর মাসে কামরাঙা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে স্কুলটি কলেজে উন্নীত হলে তাঁকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি ওই কলেজে কর্মরত ছিলেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মোহাম্মদ হোসেন চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ডিএন হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

মোহাম্মদ হোসেন বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলার এডহক কমিটির সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য; বাংলাদেশ স্কাউটস্, চাঁদপুর সদর উপজেলার কমিশনার; বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি; চাঁদপুরস্থ শাহরাস্তি জনকল্যাণ সমিতির সহ-সভাপতি; বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া টিচার্স ফ্রেন্ডশীপ এন্ড ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশন, চাঁদপুরের প্রতিষ্ঠা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল প্রদত্ত বেস্ট হাইস্কুল টিচার্স অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন।

তাঁর স্ত্রী রাবেয়া আক্তার মৈশাদী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বড় মেয়ে তাসনিয়া হোসেন দ্রুতি চাঁদপুর সরকারি মহিলা কলেজে পড়ে। সে গত বছর স্কাউটিংয়ের জন্যে ছাত্রদের সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলো। এছাড়া সে প্রাথমিকে পড়াকালে হাসান আলী সপ্রাবির কাব দল থেকে ভারত সফরে গিয়েছিলো। ছেলে ইফতেখার হোসেন ধ্রুব অষ্টম শ্রেণি এবং ছোট মেয়ে সিমিন হোসেন ইকরা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রিয় মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়