প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
বিদায়ের বেদনায়,
জলে ভেজা চোখ,
দৃষ্টিতে তবু তুমি,
চেয়ে থাকি অপলক...।
সুষ্ঠু সমাজ গড়ার কারিগর হওয়ার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগে আমার শিক্ষাজীবন শুরু হয়। স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যিই আমি গর্বিত। কলেজের মনোরম পরিবেশে পাঠদান আমার মনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সম্মানিত শিক্ষকম-লীর আমার বিন¤্র শ্রদ্ধা। জানার ব্যাপারে আপনারা ছিলেন মহীরূহ বৃক্ষ। শেখানোর ক্ষেত্রে আপনাদের ছিল অমায়িকতার প্রকাশ। আপনাদের দেয়া নৈতিক শিক্ষাই আমাদের নির্ভিক করে তোলে। এরপরেও আমরা না বুঝে অনেক সময় ভুল করে ফেলি, শিক্ষার ক্ষেত্রে থাকে অনীহা। আমাদের পুরোনো দিনগুলোর সকল ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমাদের কামনা। আমরা কোনোদিন আপনাদের ভুলবো না।
প্রিয় সহপাঠীদের ভুলবো না। কে যে কোথা থেকে এসে এতো প্রিয় হয়ে উঠেছিলাম তা আজও মনে নেই। শুধু মনে আছে অসংখ্য স্মৃতিঘেরা মুহূর্ত, যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। বন্ধু সম্পর্ক তো অনেক হয়, কিন্তু বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক আর কি হয়? আমার কাছে বন্ধুত্ব মানে আমরা ‘আউলা ঝাউলা পরিবার’। আমাদের পরিবার। তোদের সাথে হয়ত রক্তের সম্পর্ক নয়, কিন্তু রক্তের চেয়েও কোনো অংশে কম নয়।
তোরা মানেই এক অন্যরকম ভালোবাসা। হাজার অভিমান থাকলেও দিন শেষে একসাথে পথচলা। আমাদের একসাথে কাটানো হাজারো স্মৃতি কখনো ভোলা যাবে না। আমরা একসাথে ছিলাম, আছি ইনশাআল্লাহ থাকবো।
সিনিয়র ও জুনিয়র ভাইবোনদের পথচলার ক্ষেত্রে নানা সময়, নানা কারণে পাশে পেয়েছি। অনেক সাহায্য, উপদেশ ও স্নেহ পেয়েছি। তেমনি জুনিয়রদের থেকেও পেয়েছি সম্মান ও ভালোবাসা।
পরিশেষে বলতে চাই, সকলে সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সফলতার সাথে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারি। সর্বোপরি, দেশও দেশের মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
উম্মে রুবামা : সমাজকর্ম বিভাগ, সেশন : ২০১৭-১৮, চাঁদপুর সরকারি কলেজ।