প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা
প্রশ্ন : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭০ সালে। উল্লেখ্য যে, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফরিদগঞ্জ উপজেলা সদরে ১.৭০ একর জমি ক্রয় করা হয়। বর্তমানে জমিটি একই নামে রয়েছে। যার তত্ত্বাবধানে আছে কলেজ। পূর্বে কলেজটি অন্য নামে থাকলেও স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর নামে নামকরণ হয় এবং ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। ২০১৮ সালে সরকারিকরণ হয়।
প্রশ্ন : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উদ্যোক্তার নাম কী?
উত্তর : নাছির মোক্তার।
প্রশ্ন : গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৫ সালে।
প্রশ্ন : গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
প্রশ্ন : চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৮ সালে। প্রতিষ্ঠাকালে প্রতিষ্ঠানটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ১৮৮২ সালে বাবু আদিনাথ রায় চৌধুরীর বাড়িতে স্থাপিত হয়।
প্রশ্ন : চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : করিম বক্স পাটওয়ারী।
প্রশ্ন : ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালে।
প্রশ্ন : ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তার নাম কী?
উত্তর : আবিদুর রেজা চৌধুরী। উল্লেখ্য যে, তাঁর নামানুসারেই বিদ্যালয়ের নামকরণ করা হয় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট উচ্চ বিদ্যালয়। যার সংক্ষিপ্ত রূপ ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন : রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৩ সালে।
প্রশ্ন : রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : সৈয়দ আহম্মদ গাজী চৌধুরী।
প্রশ্ন : পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৩ সালে।
প্রশ্ন : পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : বাবু গোবিন্দ চন্দ্র বসু।
প্রশ্ন : চাঁদপুর জেলার বৃহত্তম মাদ্রাসার নাম কী?
উত্তর : ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে ২০১১ সাল থেকে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে মাদ্রাসাটিতে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে।
প্রশ্ন : ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৯৬ সালে।
হাজীগঞ্জ উপজেলা
প্রশ্ন : হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
প্রশ্ন : হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোক্তার নাম কী?
উত্তর : মূল উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাকির হোসেন মজুমদার। যিনি পরে অধ্যাপক কবি জাকির হোসেন মজুমদার নামে পরিচিত ছিলেন। তাঁর সাথে আলহাজ¦ সেকান্দর আলী মজুমদার ও বাবু নন্দলাল সাহা ভূমিদাতা হিসেবে যুক্ত ছিলেন।
প্রশ্ন : হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৭ সালে। প্রতিষ্ঠাকালে কলেজটি হাজীগঞ্জ মহিলা কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে নাম পরিবর্তন করে হাজীগঞ্জ মডেল কলেজ করা হয়।
প্রশ্ন : হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : ড. মোঃ আলমগীর কবির।
প্রশ্ন : বলাখাল মকবুল আহাম্মদ ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৬ সালে। শুরুতে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদান হতো। ১৯৯৭ সালে ডিগ্রি কলেজে উন্নীত হয়।
প্রশ্ন : বলাখাল মকবুল আহাম্মদ ডিগ্রি কলেজের উদ্যোক্তার নাম কী?
উত্তর : ডাঃ এস এম সাত্তার (সাবেক এমপি) ও অ্যাড. তাফাজ্জল হায়দার নসু চৌধুরী।
প্রশ্ন : বলাখাল মকবুল আহাম্মদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আলহাজ¦ মকবুল আহাম্মদ আখন্দ।
প্রশ্ন : নাসিরকোট শহিদ স্মৃতি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৩ সালে। শুরুতে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদান হতো। ২০১০ সালে ডিগ্রি কলেজে উন্নীত হয়।
প্রশ্ন : নাসিরকোট শহিদ স্মৃতি কলেজের উদ্যোক্তার নাম কী?
উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে এলাকার সুধিজন কলেজটি প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন : হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৬ সালে। শুরুতে নিম্ন মাধ্যমিক স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরে মাধ্যমিক স্কুলে উন্নীত হয়। ১৯৯৫ সালে স্কুলটিতে বি এম শাখা চালু হয়। ২০০৪ সালে স্কুলটি কলেজে উন্নীত হয়। ২০১৮ সালে সরকারিকরণ হয়।
প্রশ্ন : হাজীগঞ্জ পাইলট সরকরি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করেন কারা?
উত্তর : শিক্ষানুরাগী স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রশ্ন : বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০ সালে। শুরুতে উচ্চ বিদ্যালয় হলেও ২০০০ সালে বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়।
প্রশ্ন : বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। তাঁর নামানুসারেই প্রতিষ্ঠানটির নামকরণ হয় যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়। যোগেন্দ্র নারায়ণ হতে জে.এন নামে রূপান্তরিত হয়।
প্রশ্ন : বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৩ সালে। ভূমিদাতা : আঃ মান্নান মজুমদার গং।
প্রশ্ন : রাজারগাঁও উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫২ সালে। শুরুতে জুনিয়র স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৬ সালে স্কুলটিতে নবম শ্রেণি চালু হয়। ১৯৭০ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রশ্ন : বাকিলা উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০ সালে।
প্রশ্ন : বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : বাবু প্যারি কৃষ্ণ রায় চৌধুরী।
প্রশ্ন : হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩১ সালে।
প্রশ্ন : হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আলহাজ্ব আহাম্মদ আলী পাটওয়ারী।
হাইমচর উপজেলা
প্রশ্ন : হাইমচর সরকারি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯২ সালে। ২০১৮ সালে সরকারিকরণ হয়।
প্রশ্ন : হাইমচর সরকারি কলেজের উদ্যোক্তার নাম কী?
উত্তর : অ্যাড. মোখলেছুর রহমান।
প্রশ্ন : হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭০ সালে। ১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকারিকরণ হয়।
প্রশ্ন : হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আবদুল্লাহ্ সরকার।
প্রশ্ন : হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭০ সালে। হাইমচর রায়ের বাজারে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এবং ১৯৫৭ সালে আলগী বাজারে স্থানান্তরিত হয়ে আবার শুরু হয়। ১৯৮৭ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
প্রশ্ন : হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আবদুল্লাহ্ সরকার।
প্রশ্ন : নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৮ সালে।
প্রশ্ন : নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : খান সাহেব আলী হোসেন মাঝি।
কচুয়া উপজেলা
প্রশ্ন : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭০ সালে। শুরুতে কলেজটি উচ্চ মাধ্যমিক ছিলো। ১ জুলাই ১৯৮৫ তারিখে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। ২০১৮ সালে সরকারিকরণ হয়।
প্রশ্ন : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আবদুল আউয়াল। তিনি জাতীয় সংসদের সাবেক সদস্য ছিলেন।
প্রশ্ন : রহিমানগর শেখ মুজিবুর রহমান কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৯ সালে। শুরুতে কলেজটি উচ্চ মাধ্যমিক ছিলো। ১৯৯৫ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়।
প্রশ্ন : রহিমানগর শেখ মুজিবুর রহমান কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : সেকান্দর আলী।
প্রশ্ন : আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে। প্রতিষ্ঠাকালে মাধ্যমিক বিদ্যালয় থাকলেও ১৯৯৬ সালে স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়।
প্রশ্ন : আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : আশেক আলী খান।
প্রশ্ন : সাচার ডিগ্রি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৮ সালে। প্রতিষ্ঠালগ্নে এটি ছিলো উচ্চ মাধ্যমিক কলেজ। ১৯৯৭ সালে ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়।