প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
বাবা তুমি নেই
এ কথা ভাবতেই চোখে
আসে জল।
যখন তুমি ছিলে,
তখন বুঝিনি
তুমি না থাকার শূন্যতা।
আজ তা তিলে তিলে,
অনুভব করি।
বটবৃক্ষের মতো
তোমার ছায়াতলে,
ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে
সমস্ত বিপদণ্ডআপদ,
ঝড়-ঝাপটা থেকে
বাঁচিয়ে রেখেছিলে আমাদের।
আজ তুমি নেই,
মনে হয় মাথার উপরের
ছাদটা হারিয়ে ফেলেছি।
বাবা, এখন আমিও তোমার
মতো একজন বাবা।
আজ বুঝি,
বাবা হতে হলে তাকে
কতটা দায়িত্ববান হতে হয়।