প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
জ্যৈষ্ঠের দুপুর
পাড়ার বন্ধুদের সাথে
হাচা-মিছি খেলা
একেকজনের একেক নাম দেয়া।
কাঁচা-মিঠা আমগাছ তলে!
বালি দিয়ে ঘর বাঁধা
কচুরিপানা রান্না করা
গামছা দিয়ে চুল বানালো।
ওড়না দিয়ে শাড়ি পরা
লাল-নীল ফিতার বেণী
কাজল আঁকা চোখের পাতা
আর ছেলে বন্ধু আমার
গামছা দিয়ে লুঙ্গি পরে।
তুমি সেজেছিলে স্বামী
আমি সেজেছিনু রাঁধুনি।
অহেতুক অদ্ভুত এক সংসারীণী।