প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
নাঈম হোসেন। চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি নাঈম নিয়মিত খেলাধুলা, ছবি আঁকা ও গল্পের বই পড়তে ভালোবাসে। নাঈমের স্বপ্ন একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। বড় হয়ে নাঈম নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চায়। এজন্যে সে একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার হতে চায়।
সম্প্রতি নাঈম হোসেন শিশুকণ্ঠের মুখোমুখি হয়। তার স্বপ্ন ও ভাবনার কথা নিচে তুলে ধরা হলো।
শিশুকণ্ঠ : কেমন আছো?
নাঈম হোসেন : আলহামদুলিল্লাহ, ভালো আছি।
শিশুকণ্ঠ : বড় হয়ে তুমি কী হতে চাও?
নাঈম হোসেন : আমার জীবনের প্রথম লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া। আমি পিতাণ্ডমাতার গর্বিত সন্তান হতে চাই। পাশাপাশি কর্মজীবনে পেশা হিসেবে একজন পুলিশ অফিসার হতে চাই। কারণ, আমার মা-বাবার স্বপ্ন বড় হয়ে আমি যেনো পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারি।
শিশুকণ্ঠ : তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলো?
নাঈম হোসেন : আমি চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। আমার রোল নং : ১২। শাখা : ক। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম পাটওয়ারী। স্যার আমাদের সবসময় আদর করেন। আমাদের ক্লাসের সবাই আমার বন্ধু, যাদের সাথে আমি সবসময় খেলাধুলা ও পড়াশোনার বিষয়ে আলাপ করি। এদের মধ্যে আমার প্রিয় বন্ধু রয়েছে পাঁচজন।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? কেনো প্রিয়?
নাঈম হোসেন : আমার প্রিয় শিক্ষকের নাম জনাব তৈয়ব আলী স্যার। শ্রেণিকক্ষে স্যার আমাদের খুব সুন্দর করে পাঠদান করেন। স্যার আমাদের খুব আদর করেন। যে কোনো বিষয়ে স্যারের সাহায্য পাই। স্যার খুবই ভালো একজন মানুষ।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খাবার কী?
নাঈম হোসেন : আমার প্রিয় খাবার বিরিয়ানি ও আম।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খেলা কী? কেনো প্রিয়?
নাঈম হোসেন : আমার প্রিয় খেলা ফুটবল। আমি নিয়মিত ফুটবল খেলি। আমার বাড়ির পাশে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আমি নিয়মিত খেলাধুলা করি।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় ব্যক্তি কে?
নাঈম হোসেন : আমার প্রিয় ব্যক্তি হলেন : বাবা-মা, দাদু-দিদা, আমার ছোট ভাই ফাহিম ও আমার সব শিক্ষক।
উল্লেখ্য, নজরুল ইসলাম ও নাছিমা বেগম দম্পতির বড় ছেলে নাঈম হোসেন। তারা চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটাস্থ জিটি রোড (দক্ষিণ) এলাকার বাসিন্দা।