প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ৭ ম শ্রেণির ছাত্র
পার্থপাল রুদ্র বড় হয়ে একজন শিক্ষক হতে চায়।
শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো :
শিশু কণ্ঠ : কেমন আছো
পার্থপাল : পরম করুনাময়ের কৃপায় ভালো আছি।
শিশু কণ্ঠ : বড় হয়ে তুমি কি হতে চাও ?
পার্থপাল : বড় হয়ে আমি শিক্ষক হতে চাই।
শিশু কণ্ঠ : তুমি কি শিশু কণ্ঠ পড়ো ?
পার্থপাল : জ্বি আমি শিশু কণ্ঠ পড়ি।
শিশু কণ্ঠ : তোমার প্রিয় খাবার কি ?
পার্থপাল : বিরিয়ানি ও চিকেন ফ্রাই।
শিশু কণ্ঠ : তোমার প্রিয় খেলা কি ?
পার্থপাল : ক্রিকেট ও ব্যাডমিন্টন।
শিশু কণ্ঠ : তোমার প্রিয় ব্যক্তি ক ?
পার্থপাল : আমার প্রিয় ব্যক্তি হলেন, বাবা- মা, দাদু - দিদা ও আমার সব শিক্ষকরা।
উল্লেখ্য, পার্থপাল রুদ্রের পিতা দেবব্রত পাল একজন ব্যবসায়ী,মাতা অনিমা পাল একজন শিক্ষিকা।