শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ১৯:৩৬

লুধুয়া স্কুলের এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান

রাজনীতির মাধ্যমে অধিকার আদায় ও মানুষের সেবা করা যায় : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মাহবুব আলম লাভলু
রাজনীতির মাধ্যমে অধিকার আদায় ও মানুষের সেবা করা যায় : পরিকল্পনা প্রতিমন্ত্রী

লুধুয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আমিও একদিন তোমাদের মত ছিলাম। আমি আসা করি তোমরাও একদিন লেখাপড়া করে আমার চেয়ে বড় হও। ৫৬ বছর পর বক্তব্য রাখলাম এই প্রতিষ্ঠানে। আজ এখানে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তবেই জীবনে সাফল্য ধরা দিবে।

বৃহস্পতিবার ১১ নভেম্বর মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতি একটা মাহান পেশা। রাজনীতি করে মানুষের সেবা করা যায়, অধিকার আদায় করা যায়। সততা নিষ্টা আর অধম্য দিয়ে আমি এগিয়ে গেছি এবং সফল হয়েছি, আমার বিশ্বাস তোমরাও পারবা। কখনো নিরাশ হয়নি তোমরাও হবে না। চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। তাই তোমরা চেষ্টা করো জীবনে অনেক বড় হতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর-২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন - মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ফজিলা পারভীন, অভিবাবক কামরুজ্জামান সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়