প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭
প্রধান অতিথির বাণী

সেবার উদ্দেশ্যে সংগঠিত হওয়ার প্রয়াস মানুষের চিরন্তন। মনে বিরাজিত সকল শুভবোধের শেকড় হতে উৎসারিত হয় মানব-হিতৈষী ও সেবামূলক সংগঠনগুলোর কার্যক্রম। রোটারী আন্দোলন বিশ্বজুড়ে বড় সেবা সংগঠনগুলোর অন্যতম। ‘সেবা স্বার্থের উর্দ্ধে’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে রোটারিয়ানবৃন্দ মানবিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যান তাদের কর্মযজ্ঞে। রোটার্যাক্টরা তাদেরই অনুজ প্রজন্ম যারা তারুণ্যের প্রত্যয়ে উদীপ্ত হয়ে নিজেদের মগ্ন রেখেছে মানবিক হিতৈষনায়। তাদের মতো সেবাকর্মে উজ্জীবিত তারুণ্যই হলো-স্বপ্নবাহক, যারা আর্তের সেবায়, সমাজের প্রয়োজনে সর্বোপরি মানবতার ডাকে নিজেদের নিমগ্ন রাখে শতভাগ আন্তরিকতায়।
|আরো খবর
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব পদ্মা-মেঘনা-ডাকাতিয়া অববাহিকায় গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। এ সংগঠনের ৫০তম উদ্যাপন প্রাক্কালে আমি নবগঠিত পরিষদকে অভিনন্দন জানাই এবং উদ্ভাবনী সামর্থ্য দিয়ে এ সংগঠনটি তাঁদের কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে, এ আশাবাদ ব্যক্ত করি।
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে রোটার্যাক্টবৃন্দ হয়ে উঠবে অগ্রসেনানী, এ আমার অন্তরের উপলব্ধি।
আমি রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ৫০তম উদ্যাপন অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং তাদের এ কল্যাণযাত্রা অবিঘ্নিত ও নিরবিচ্ছিন্ন হোক এ আশাবাদ ব্যক্ত করছি।প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, ফাস্ট রোটারী ডিস্ট্রিক গভর্নর, উপাচার্য, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইনিভার্সিটি, চট্টগ্রাম।








