বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির বাণী

অনলাইন ডেস্ক
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির বাণী

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান ও অভিষেক আমার জন্যে এক অতীব আনন্দের দিন। ২০০০-২০০১ রোটাবর্ষে আমিও একসময় এই ক্লাবের সভাপতি পদে আসীন ছিলাম। তারুণ্যের চোখে বন্ধুতার মাধ্যমে আত্ম নির্মাণের স্বপ্নে আমিও বিভোর ছিলাম। স্বপ্নের সেই ধ্বজা বহন করে আজ আমি চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির গুরুদায়িত্ব কাঁধে নিয়েছি। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব আমাকে নেতৃত্বের বিকাশে যে সহযোগিতা করেছে, তারই বদৌলতে আজ আমি বাংলাদেশের সপ্তম প্রাচীন রোটারী ক্লাবের সভাপতি। সচল ও সক্রিয় ক্লাব হিসেবে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সুনাম সারাদেশব্যাপী বিদিত। আমার ক্লাবের বর্তমান সেক্রেটারি যখন এই রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, তখন এ ক্লাব সেরা রোটার‌্যাক্ট ক্লাবের সম্মান লাভ করে। বালার চরে বন্যাত্রাণ বিলিয়ে উনিশশো পঁচাত্তরের একুশে আগস্ট যে ক্লাবের পথচলার সূচনা হয়, আজ তা হাঁটি হাঁটি পা পা করে স্বগৌরবে সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। আজ এ ক্লাব অত্যন্ত কৃতিত্বের সাথে জেলার বড় বড় আয়োজন সম্পন্ন করার দায়িত্ব পেয়ে আমাদের ধন্য করে চলেছে। একজন সাবেক রোটার‌্যাক্টর হিসেবে এবং চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি হিসেবে আমি তরুণদের এ ক্লাবের সুবর্ণ জয়ন্তীর সর্বাত্মক সাফল্য ও সার্থকতা কামনা করি এবং নবনির্বাচিত বোর্ডের অভিষেক অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠুক, এ প্রার্থনা করি। সেবার মাধ্যমে বন্ধুতা দীর্ঘজীবী হোক।

-রোটা. মোঃ মোস্তফা, পিএইচএফ, প্রেসিডেন্ট, ২০২৫-২০২৬ রোটাবর্ষ, চাঁদপুর রোটারী ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়