প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩
আসবো ফিরে
মো. সামছুল আরেফিন বাপ্পী
আসবো ফিরে মো. সামছুল আরেফিন বাপ্পী
হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ
লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে
আসিবে বৃষ্টি অসময়
হয়তো সূর্যের রঙ
হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়
তবু আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো
আসবো ফিরে তোমার পাড়ায়
হয়তো সূর্যের তাপে
ছারখার হয়ে যাবে
হয়তো বরফ পড়বে কোথাও
হয়তো ধূসর হয়ে যাবে
দুনিয়ার রঙ
হয়তো গাড়ি চলবে না
কোনো রাস্তায়
তবু আসবো ফিরে
তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে
তোমার বারান্দায়।