প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭
বিজয়ের কবিতা
বিজয়ের কবিতা ক্ষুদীরাম দাস
এই যে পতাকা আমার হাতে
ছিনিয়ে আনা এ পতাকা
অনেক রক্তপাতে।এই যে বিজয়ের এতো উল্লাস
বিজয়ের আনন্দ পূর্ণতা পাবে
একসাথে করি বসবাস।এই যে বাংলার শ্যামলীমা প্রান্তর
রূপসী বাংলায় সুন্দর মন
ভালোবাসা নিরন্তর।এই যে বিজয় মায়ের পোড়া মন।
একাত্তরের শোকের কথা ভুলি না মোরা
ত্রিশ লক্ষ তাজা প্রাণ।এই যে বাংলায় প্রতিবাদী সুর
লাল–-সবুজের রক্তঝরা একাত্তর
হয়নি তো বেশি দূর।এই যে বাংলার হৃদয়ে গাঁথা ইতিহাস
বিজয় আমার মাতৃভূমি
স্বাধীনতায় বসবাস।এই যে কৃৃষাণীর মুখে নবান্নের হাসি
সোনা মাটিতে সোনা ফলে
সোনা মাটি ভালোবাসি।এই যে কিশোরীর মুখে হাসি খিলখিল
মুক্ত বিহঙ্গের ধূসর ডানায়
সোনা ঝিলিমিল।