প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১
সুস্থতার মহাঔষধ

সুস্থতার মহাঔষধ
মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গ : প্রিয় পুত্র মুহাম্মদ আবদুর রাহমান আফিফকে।সুস্থ থাকতে প্রাণ খুলে হাসতে পারো রোজ,
সুস্থ দেহ সুন্দর মনে চলে হাসির খোঁজ,
হাসতে কখনো নেই মানা
হাসতে সবাই পারে,
হাস্যরস দেহ-মনে শান্তি বয়ে আনে।হাসি হলো মহাঔষধ মিটায় কাজের চাপ,
হাসি হলো বক্তৃতার মঞ্চে তীব্র আত্মবিশ্বাস,
হাসি হলো কষ্টে থেকে সন্তুষ্টি প্রকাশ,
হাসি হলো জালেমের মুখের উপর তীব্র পরিহাস,
হাসি হলো মজলুমের রক্তের ইতিহাস।হাসির আছে রকমফের আছে মুগ্ধতা,
মুচকি হাসি শোভন অতি অট্টহাসি নয়,
মুচকি হাসি দিয়ে লোকের মন করা যায় জয়,
অট্টহাসি সুন্দর অতি দেখতে মন্দ নয়,
নিষ্পাপ শিশুর মুখের হাসি,
কেড়ে নেয় হৃদয়,
তাদের হাসির মিষ্ট সুর আরশে পৌঁছে যায়।
অট্টহাসি হাসেন আবার মস্ত অপরাধী,
অপরাধের উদ্যাপনে বিভৎস সেই হাসি,
মাঝে মধ্যে তাদের গলে পড়লে ফাঁসির রশি,
তখন আবার তৃপ্তির হাসি হাসেন মজলুমবাসী।এতো এতো হাসির কথা আমি বলে যাই,
আমিও ভাই কম হাসি না নিত্য হেসে যাই,
দুঃখের কথা পড়লে মনে অতীত ভুলতে চাই,
মুচকি হাসি দিয়ে আমি রবের করুণা চাই।