প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০
রূপসী বাংলার দেশ
ডি. এম. ফয়সাল

রূপসী বাংলার দেশ ডি. এম. ফয়সাল
পশ্চিম আকাশ রক্ত লাল
সূর্য যার হেসে,
এমন রূপের দৃশ্য দেখে
চিত্র আঁকি বসে।সোনার বাংলা, সোনালি রূপ
উঠলো আজ হেসে,
দেখতে কী চাও? হে বিদেশি!
আসো আমার দেশে।পাহাড় নদী বন বনানী
সুন্দর চাঁদের আলো,
পাখির কণ্ঠে মধুর গান
লাগবে খুবই ভালো।আরো যদি জানতে চাও
সোনার বাংলা নিয়ে,
সাহিত্যিকদের খুঁজে খুঁজে
প্রশ্ন করো গিয়ে।