প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০
ধ্রুপদী মৃত্যু

ধ্রুপদী মৃত্যু মো. আকাশ হোসেন
রাজপথে মৃত্যুর মিছিল
পথে, প্রান্তরে, ঘরে ও বাইরে
সাম্রাজ্যজুড়ে,
এখনো মৃত্যুর মিছিল চলছে অবিরত।
এই মৃত্যু-হাসি-কান্না-বিরহ-বেদনার নয়
এই মৃত্যু বেঁচে থাকার জন্য মৃত্যু।
এই মৃত্যু স্রোতের বিপরীতে মৃত্যু
এই মৃত্যু নেতিয়ে পড়া আত্মার বিরহী রাগ।এখনো অনন্ত শিখা হয়ে মৃত্যু ঘুরছে
পথে-ঘাটে, কলোনিতে, পার্কের মোড়ে মোড়ে
অরণ্যঘেরা পাহাড়-পর্বতে কিংবা সোনার ফসল ঘিরে,
সেই মৃত্যু আসবে, দরিয়ার স্রোতকে সাক্ষী রেখে
হয়তো বা আসবে কলোম্বাসের জাহাজ চড়ে।
হয়তো বা আসবে বিশ্ব শান্তির দূত হয়ে,
এভাবে হবে ধ্রুপদী মৃত্যুর উত্থান।মৃত্যু আসবে বলে, হয়েছে গণঅভ্যুত্থান
এসেছে আকাশজুড়ে গণআন্দোলনের ডাক।
মৃত্যু এসে ধরা দিবে, বাস্তুহারা হতদরিদ্রের হাতে
মৃত্যু এসেই ভেঙ্গে দিবে, নৈরাজ্যের নিষ্ঠুর হাত
মৃত্যুর হাতেই রক্ষা পাবে, আমজনতার গণতন্ত্র।