প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৮
জিন্দা লাশ

জিন্দা লাশ নজরুল ইসলাম শাকিল
তোমার মনের দেয়ালে আজ রঙধনুর বসবাস।
তোমার চোখেমুখে আজ নয়া নয়া স্বপ্নের আভাস।
স্বর্গের কাঁথা বুনছো তুমি,
সুখের কবিতা লিখছো তুমি।
আমার বাড়িতে কাটছে বাঁশ।
সর্বনাশ!
আমি জিন্দা লাশ।
‘ভালোবাসি ; ভালোবেসো।
দূরে কেন? কাছে এসো।
চিরকাল থেকো পাশে,
যেও না যদি ঝড় আসে।’
বলেছিলে কতশত বার।
মিথ্যে ছিলো অনুভূতি,
মুছে না কালো স্মৃতি।
হৃদয়ে তাই হাহাকার।
আজ আমি পথভ্রষ্ট,
মেনে নিতে হয় কষ্ট।
তোমারই করা উপহাস।‘স্বপ্ন দেখি ; স্বপ্ন দেখো।
জ্যোৎস্নাগুলো গায়ে মেখো।
প্রজাতি হয়ে উড়ো,
উঠবে তুমি হিমালয় চূড়ো।’দেখাতে স্বপ্ন সমাহার।
পাগলের সুখ মনে মনে,
ভোর হয় তারা গুণে।
ভর দুপুরে দেখে অন্ধকার।
আজ আমি পথভ্রষ্ট,
মেনে নিতে হয় কষ্ট।
তোমারই করা উপহাস।