প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
দীপ্ত অঙ্গীকার
অনলাইন ডেস্ক
দীপ্ত অঙ্গীকার এম আলমগীর হোসেন
আমরা গড়ছি বীর প্রজন্ম
মুগ্ধ-সাঈদের মতো,
অন্যায় জুলুম অবিচারে
হয় না যারা নত।আমরা গড়ছি নব বিশ্বের
এমন দক্ষ ছেলে,
বাধার পাহাড় দু পায় দলে
সামনে যারা চলে।মানুষ গড়ার কারখানাতে
দীপ্ত অঙ্গীকারে,
টেকসই শান্তির আওয়াজ তুলি
শিক্ষক কণ্ঠস্বরে।রক্তে পাওয়া বৈষম্যহীন
নতুন বাংলাদেশে,
এসো হে ভাই আমরা সবাই
থাকি মিলেমিশে।