প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩
তার গুণগান
অনলাইন ডেস্ক
তার গুণগান
এম. আবু বকর সিদ্দিক
সূর্যটা রোজ কেনো
জেগে ওঠে পুবে?
সময়ের নীতি মেনে
কেনো যায় ডুবে?
চাঁদ কেনো নীলিমায়
জোছনা ছড়ায়?
গাঢ় অমানিশা কেনো
আমাবশ্যায়?
পুস্পরা কেনো এতো
খুশবু ছড়ায়?
কোকিলেরা সুর করে
কেনো গান গায়?
যেদিকে তাকাই শুধু
আল্লার দান,
সৃষ্টিরা গায় সদা
তার গুণগান।