প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
মানিক দাসের কবিতা
সুন্দর সমাজ চাই
মানিক দাসের কবিতা সুন্দর সমাজ চাই
আমরা এমন একটা সমাজ চাই
যে সমাজে থাকবে না
খুন-গুম-হত্যার মতো
ন্যাক্কারজনক ঘটনা।
আমরা এমন একটা সমাজ চাই
যে সমাজে থাকবে না
কিশোর গ্যাং নামক মরণব্যাধি
ঘটবে না কোনো কিশোরের জীবনপাত।
আমরা এমন একটা সমাজ চাই
যে সমাজে থাকবে না
হানাহানি রাহাজানি
জীবন বিপন্ন হবে না কারো।
আমরা এমন একটা সমাজ চাই
যে সমাজে থাকবে না
সন্তানের হাতে পিতা খুন
সন্তানের জন্য মা থাকবে না গোয়ালঘরে।
আমরা এমন একটা সমাজ চাই
যে সমাজে থাকবে না
সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা
থাকবে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন।
*
তুমি আর আমিতুমি আর আমি
এ যেন মধুর সম্পর্ক
তুমি বলবে কথা আমি শুনবো।
তুমি যদি হও
দূর আকাশের তারা
আমি হবো জোস্না ছড়ানো চাঁদ।
তুমি আর আমি
এ যেন মধুর সম্পর্ক
তুমি যদি হও সবুজ বাগান
আমি হবো সে বাগানের ফুল।
তুমি আর আমি
এ যেন মধুর সম্পর্ক
তুমি যদি হও নীল দিগন্ত
আমি হব সে দিগন্তের রেখা।
তুমি আর আমি
এ যেন মধুর সম্পর্ক
তুমি যদি হও নদীর স্রোতধারা
আমি হব নদীর জলধারা।
তুমি আর আমি
এ যেন মধুর সম্পর্ক
দুটি হাত হাতে রেখে
যুগ যুগান্তরের পথচলা।