মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

জেলা কো-কোঅর্ডিনেটর রোটা. পিপি শাহেদুল হক মোর্শেদ-এর শুভেচ্ছা বাণী

অনলাইন ডেস্ক
জেলা কো-কোঅর্ডিনেটর রোটা. পিপি শাহেদুল হক মোর্শেদ-এর শুভেচ্ছা বাণী

মানব কল্যাণে বহু কর্মের স্বাক্ষর রেখেছে চাঁদপুর রোটারী ক্লাব। সারা বাংলাদেশের মধ্যে অনন্য চাঁদপুর রোটারী ক্লাব। দেখতে দেখতে আমার প্রাণপ্রিয় এ ক্লাবটি ইতোমধ্যে ৫৪ বছর পূরণ করতে সক্ষম হয়েছে। ক্লাবের চলমান কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও সমাজ সেবামূলক কার্যক্রম করে চলছে।

আমার জেনে ভীষণ ভালো লাগছে এজন্যে যে, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. নজরুল ইসলাম পিএইচএফ ও সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন, এমপিএইচএফ, এমসি ক্লাবের ৫৪বছর পূর্তি উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার বিশ্বাস, এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে রোটারীর মাহাত্ম্য, গুরুত্ব ও প্রসিদ্ধি সাধারণ মানুষের মাঝে প্রভাব ফেলবে এবং এর ফলে রোটারীর ইমেজ বৃদ্ধি পাবে।

আমি ৫৪ বছরের দীর্ঘ পথপরিক্রমায় যাঁদের নেতৃত্ব, মেধা, শ্রম ও ঘামে চাঁদপুর রোটারী ক্লাব একটা দৃঢ় অবস্থানে এসে পৌঁছেছে, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুষ্ঠানের আয়োজকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

সর্বোপরি আমার খুবই ভালো লাগছে যে, জেলার সেরা রোটারী ক্লাবে আমিও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান বোর্ড সদস্যদের নিকট। আল্লাহ হাফেজ।

রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।

আল্লাহ সকলের মঙ্গল করুন।

রোটা. পিপি শাহেদুল হক মোর্শেদ, আরএফএসএম

কো-কোঅর্ডিনেটর

জোন-৩, ডি ৬৫,বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়