বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১২:২৫

"জীবন"

তানজিনা আক্তার আরওয়া

জীবন আমাদের অনেক কিছুই শেখায়,

জীবন শব্দের সাথে জড়িত থাকে সকল অনুভূতির গভীরতা।

প্রত্যাকটি গভীরতার অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে তোলে।

যেমন:-

চোখের জল গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলতে সাহায্য করে এক সময়ের জীবন।

নিজের দুঃখ হাসির আড়ালে লুকিয়ে রাখার নাম হচ্ছে এক সময়ের জীবন।

প্রিয়জনকে সুখী দেখতে নিজে দুঃখে থাকার নামই হচ্ছে এক সময়ের জীবন।

নিজের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে অন্যের ইচ্ছা পূরণের নাম হচ্ছে এক সময়ের জীবন।

চঞ্চল মানুষটা এক সময় পরিস্থিতি বুঝে

নীরব থাকার নাম হচ্ছে এক সময়ের জীবন।

হৃদয়ের কষ্ট কাউকে না জানিয়ে একাএকা বয়ে বেড়ানোর নাম হচ্ছে এক সময়ের জীবন।

একটা সময় জীবন ছাড়া আগে-পিছে কিছু ই থাকেনা।

কিছু হয়নি ভালো আছি বলার মতো ম্যাচুরিটি শিখে যাওয়াটাও এক সময়ের জীবনের শিক্ষা।

দেখবেন যার কাছে সবচেয়ে বেশি এক্সপেক্টেবল থাকবেন সেই নিরাশ করবে।

সকলের তরে নিজের আশাকে নিরাশায় জলাঞ্জলী না দিলেই হয়তো

এ জীবন নামক শব্দের বাহুডোরে একাকীত্বের ছায়া পড়তোনা

বরংচো আর একটু সুন্দর হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়