বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ২১:৩৮

ঈদ সালামি

মুহাম্মদ ফরিদ হাসান
ঈদ সালামি

শৈশবে ঈদের কয়েকদিন আগে থেকেই আমরা তুমুল উদ্দীপনা নিয়ে প্রতীক্ষা করতাম। তখন আমাদের ঈদ মানেই নতুন পোশাক পরা, সেমাই-পোলাও খাওয়া; বাঁশি-বেলুন, খেলনা পিস্তল কেনা, নানুবাড়ি বেড়ানো, ঘুরে বেড়ানোর নিখাদ আনন্দ।

ঈদে সালামি পাওয়াটা ছিল বিশেষ। কার কার কাছ থেকে সালামি পাবো, ঈদের দুদিন আগেই হিসেব করতাম। আমার মা, চাচা, কাকা, কাকী, নানা-নানু, মামা-খালামণিরা, চাচাত ভাই-বোন, বাড়ির সহৃদয় অগ্রজরা সালামি দিতেন। ২০০১/২ সালে দশ টাকা সালামি পাওয়া ছিল আমাদের কাছে অনেক। তখন সালামি হিসেবে কেউ দিতেন ৫ টাকা, কেউ ১০ টাকা, কেউ ২০ টাকাও দিতেন। ঈদের দিনে যা সালামি পেতাম, তাতে আনন্দ বহুগুণ বেড়ে যেত। কে কত টাকা সালামি পেলো তা নিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা হতো। অবশ্য সালামির টাকায় একজন আরেকজনকে খাওয়াতাম আমরা। বড় হওয়া কখনো কখনো বেদনার। শৈশবের দিনগুলো কেবল স্মৃতি হয়ে যায়। দায়িত্বও বেড়ে যায়! বড় হওয়া আবার আনন্দেরও। ঈদ এলে এখন কাকে কাকে সালামি দিবো মনে মনে তার তালিকা করি। অনুজদের খুশি দেখে আপ্লুত হই। ঈদে বাড়িতে গেলে তাদের সঙ্গেই থাকি, আনন্দ করি।

অবশ্য এখনও কেউ কেউ আমাকে সালামি দেন। তাঁদের বলি, বড় হয়েছি। তাঁরা বলেন, আমাদের কাছে তুমি ছোটই আছো। আমি এত খুশি হই, এত...লিখে বুঝানো যাবে না। তাঁরা আমার শৈশব ফিরিয়ে দেন যেন।

আহা, শৈশবের ঈদ কি যে দারুণ ছিলো!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়