শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৪

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে

কামরুজ্জামান টুটুল
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো  হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন জন্মদিন পালন করেছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ‘স্মারক বৃক্ষ’ রোপণসহ আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে অন্য সকল শিক্ষকদের অংশ গ্রহনে বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। এর আগে কলেজ শিক্ষক মিলনাতয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা আক্তারের সঞ্চালননে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, ফারুক আহমেদ, মল্লীকা রানী, ওমর ফারুক, মো. বদরুদ্দোজা ও মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রয়াত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সহকারী অধ্যাপক মো. হাফিজুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রাশেদ গাজী, সুমা রানী, কানিজ ফারহানা, বেনজির আহমেদ, মো.ইউনুস ও জিএম বেলায়েত হোসেনসহ অন্য সকল শিক্ষক/ শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়