প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৮:১১
মিনি নিকলী হাওড়ে ভিড় নেই
গত ঈদুল ফিতরের দিন থেকেই ছিল উপচে পড়া ভিড়। ফরিদগঞ্জ উপজেলার লোকজন ছাড়াও স্থানটিতে ভিড় করেছে চাঁদপুর সদর ও পার্শ্ববর্তী উপজেলার রায়পুর থেকে শত শত মানুষ। সড়কের দুই পাশে থাকা চটপটি ফুচকা সহ ফাস্টফুড দোকানীরা বিক্রি করেছে দেদারছে।
|আরো খবর
কিন্তু এই বছরের চেহারাটা ভিন্ন । বুধবার (২১ জুলাই) ঈদুল আযহার দিন বিকালে দেখা গেল গত ঈদের উপচে পড়া ভিড়ের ছিটেফোঁটাও নেই। যদিওবা দোকানিরা নানা ধরনের খাবারের পসরা নিয়ে বসে ছিল। অপেক্ষায় ছিল ঈদ আনন্দ শেষে বিনোদনের জন্য ছুটি আসবে এখানে।
বলছিলাম নিকলী হাওর ক্ষ্যত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর ব্রিজের কথা । এ ডাকাতিয়া নদীর উপর গাজীপুর ও ধানুয়া কে সংযুক্ত করা তৈরি ব্রিজ এর কারণে এলাকাটি পর্যটকদের দৃষ্টি কাড়ছে। সেই জন্য সড়কের দুই পাশে বসেছে অজস্র খাবার দোকান। বুধবার (২১জুলাই) বিকেলে গাজীপুরের এলাকায় গিয়ে দেখা গেছে অল্প কিছু মানুষ বৈকালিক ভ্রমণে এসেছে।কয়েকজন জানান, শুক্রবার থেকে কঠোর লকডাউন শুরু হবে। এর আগে একটু বেড়াতে এসেছি। তবে মানুষজন কম থেকে ভালই লাগছে।