শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০৩:৫৮

বিশ্বের সবচেয়ে ছোট গরু

বিশ্বের সবচেয়ে  ছোট গরু
অনলাইন ডেস্ক

'গরু'র নাম প্রত্যেক বাঙালিই শুনেছে। কিন্তু বামন গরু! বাস্তবে এবার দেখা মিলল এমন গরুরই। বাংলাদেশের একটি খামারে খেলে বেড়চ্ছে বিশ্বের সবচেয়ে সবচেয়ে ছোট গরু। নাম রাখা হয়েছে রানি। গোরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। জানা গিয়েছে, তার থেকে কম উচ্চতার এবং ছোট গরু নেই গোটা বিশ্বে। সেই কারণেই গরুটির নাম উঠতে চলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।বাংলাদেশের প্রাণীসম্পদ অধিদফতরের চিকিৎসক মহম্মদ আতিকুজ্জামান জানিয়েছেন, দু’ বছর বয়স এই গরুটির। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা তিনি জানান, গরুটির আর বৃদ্ধি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্য অনুযায়ী, কেরালায় মানিক্যাম নামের গরুটি বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসাবে স্বীকৃত। সেটির উচ্চতা ২৪ ইঞ্চি। ওজন ৪০ কেজি। কিন্তু ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে প্রাপ্ত এই গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি’।বিশ্বের সবচেয়ে ছোট গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় হচ্ছে ওই খামারে। স্বভাবে শান্ত প্রকৃতির এবং সাদা রঙের হওয়ায় এর নাম রাখা হয়েছে রানি।ওই খামারের ব্যবস্থাপক তানভির হাসান জানিয়েছেন, রানি আসলে ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন গরু। বছরখানেক আগে নওগাঁর প্রত্যন্ত গ্রামের কৃষকের খামার থেকে গরুটি কেনা হয়। এরপর এই খামারে সেটিকে প্রতিপালন করা হচ্ছে। শখ করেই গরুটিকে কেনা হয়েছিল, জানান তিনি।জানা গিয়েছে, ওই খামারে ভুট্টি জাতের আরও ১১টি গরু রয়েছে। তবে রানিই সবচেয়ে ছোট। তার পরিচর্যাও করতে হয় সন্তর্পণে। ভালো করে স্নান এবং সঠিক খাওয়া দাওয়া তার চাই-ই। ওই খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজি মহম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন,, বিশ্বের সব থেকে ছোট আকারের গরু হিসেবে রানিকে স্বীকৃতি দেওয়ার জন্য গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর দফতরে আবেদন করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই গিনেসের ম্যানেজমেন্ট টিম ইমেল মারফৎ তাঁদের সঙ্গে যোগাযোগ করে। রবিবার রানির বিস্তারিত তথ্য গিনেসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়