শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ২০:১৮

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সেলিম আল দীনকে স্মরণ করলো ফরিদগঞ্জ থিয়েটার

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সেলিম আল দীনকে স্মরণ করলো ফরিদগঞ্জ থিয়েটার
শামীম হাসান

স্মরণ সভা ও আলোচনা সভার মাধ্য দিয়ে শুক্রবার নাট্যচার্য্য ও শিক্ষক সেলিম আল দীনকে স্মরণ করেছে ফরিদগঞ্জ থিয়েটার।

১৫ জানুয়ারি সকালে উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় ফরিদগঞ্জ ফিরোজা কলিম একাডেমি মঞ্চে অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে স্মরণ সভার আয়োজন করা হয় ৷ স্মরণ সভায় সেলিম আল দীনের জীবন দশা ও তার নাট্য জীবন সম্পর্কে শিক্ষার্থীদের তার সম্পর্কে বলেন ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠন ফরিদ আহমেদ রিপন । এরপর শিক্ষার্থীরাসহ ফরিদগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ সেলিম আল দীনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক ফরিদ আহম্মেদ রিপন বলেন, সেলিম আল দীন সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, তার সম্পর্কিত বইগুলো পড়তে হবে, এতে যেমনি তার সম্পর্কে জানা হবে একই ভাবে অসাধারণ কর্মগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে জীবনকে সমৃদ্ধ করা জাবে। এ সময় তিনি বাংলাদেশ থিয়েটার কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার প্রতি উদার্থ আহ্বান জানিয়ে বলেন সেলিম আল দীন মহৎকর্মগুলো সবার মাজে ছড়িয়ে দিয়ে সবার নিজের জীবন গঠনে তা সহায়ক হবে এমন কার্যক্রম গ্রহন করতে হবে বাংলাদেশ থিয়েটারকে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থিয়েটারের সদস্য তানজিন ইসলাম আলো, মাহাবুবুর রহমান, জাবের আলম ইসলাম সহ ফরিদগঞ্জ থিয়েটারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অনেকের মতেই রবীন্দ্র -পরবর্তী বাংলা নাটকের অন্যতম দিকপাল এ নাট্যকার একরকম অকালে ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সেনেরখিল গ্রামে তার জন্ম। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাত হদাই,সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা। তার রচনা বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। ১৯৮৪ সালে সেলিম আল দীন বাংলা একাডেমী পুরস্কার পান। এছাড়া রাষ্ট্রীয় সম্মান একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়