রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ১৭:৩৫

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যদি কেউ প্রশ্ন ফাঁসের কথা বলে থাকেন তবে তা নিছক গুজব। একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেন, ‌‘সারা দেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’ এ সময় শিক্ষা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার মধ্যেও ভ্যাকসিন কার্যক্রম চলামান থাকবে।জেএসসি পরীক্ষা প্রসঙ্গে দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সারাদেশে একযোগ শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষার মধ্যদিয়ে ২১ মাস পর দেশে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার দেড় ঘণ্টা করে বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বিষয় গুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়