শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:৪৫

ফরিদগঞ্জে সামাস্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা : শিক্ষার্থীদের দুর্ভোগ

বিশেষ প্রতিনিধি
ফরিদগঞ্জে সামাস্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা : শিক্ষার্থীদের দুর্ভোগ

হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামে ঐতিহ্যবাহী শাহজালাল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এবং ১৪ নং পশ্চিম চর কৃষ্ণপুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দূর্ভোগ দেখা দিয়েছে।

জলাবদ্ধতার ফলে নিদারুন দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত এতিম ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের।

চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ১৪নং পশ্চিম চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আলগী শাহজালাল হাফেজিয়া এতিম খানা মাদ্রাসা একই চত্বরে অবস্থিত দুটি প্রতিষ্ঠান I

গতকয়েকদিনে চলমান বৃষ্টির পানিতে বিদ্যালয়ের মাঠে এক কোমর পানি এবং পরবর্তীতে জলাবদ্ধতা ও দূষণ দেখা দিচ্ছে, ফলে এতিম শিশুদের নামাজ আদায় করতে এবং খেলাধুলায় বিগ্ন সৃষ্টি হচ্ছে।

শাহজালাল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন জানান চারদিকে জলাশয় ও ডোবা নালা ভরাট হয়ে যাওয়ার ফলে মাঠের পানি যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার কারনে মাদ্রারাসা ও এতিমখানার শিক্ষার্থীরা পানিবন্দির মত অবস্থার কারণে মসজিদে গিয়ে নামাজ আাদায় করতে পারেনা।

পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান জানান ২ টি প্রতিষ্ঠানে ৩শত শিক্ষার্থীদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশন ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান দু’টিত সুন্দর পরিবেশ আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাইমচর উপজেলা পরিষদের সম্মানিত চেয়াম্যান জনাব নূর হোসেন পাটোয়ারীর সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়