প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৬
বরুড়ায় কাদবা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা

কুমিল্লার বরুড়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিনী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় দেশপ্রিয় কনভেনশন হলের চতুর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন বরুড়া কাদবা তলাগ্রাম তারিনী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালের শিক্ষার্থী নজরুল, মনির, সুনীল, কামরুজ্জামান, সাইফুল্লাহ, বেলায়েত, মাধব, আক্তার, ইউসুফ, রাজন, লিটন, রিংকু, ফারহানা ও হেলেনা এবং সুনীল পরিবার।
সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে উপলক্ষে '৯৫ ব্যাচের অংশগ্রহণ ও শতবর্ষ উদযাপন সফল করতে '৯৫ ব্যাচের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে নৈশভোজে মিলিত হন সভায় অংশগ্রহণকারী '৯৫ বন্ধুরা।








