শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৮:১৮

মামা কর্তৃক ভাগ্নি ধর্ষণ : জোরপূর্বক গর্ভপাত

মামা কর্তৃক ভাগ্নি ধর্ষণ : জোরপূর্বক গর্ভপাত
মিজানুর রহমান

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার পর অবৈধভাবে গর্ভপাতের অভিযোগে দুই মামাকে গ্রেফার করেছে কুমিল্লা র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো : কচুয়ার জুনাসার গ্রামের শিপন ও তার ভাই মফিজুল। কুমিল্লা ও চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কার্যালয়ে প্রেসব্রিফিং করে এ তথ্য জানান র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, কচুয়ার জুনাসার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শিপন হোসেন (১৯) গতবছরের অক্টোবর মাস হতে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তার ১৪ বছরের আপন ভাগ্নিকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে উক্ত মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি প্রথমে ভিকটিমের মা বুঝতে পেরে তার আপন ভাই চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ মফিজুল ইসলাম (৩৫) কে জানালে সে বিষয়টি কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে এবং কাউকে জানালে ভিকটিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে বলে ভয়-ভীতি দেখায়।

এরই মধ্যে মোঃ মফিজুল ইসলাম ভিকটিমের পরিবারকে লাকসামে একটি ভাড়া বাড়িতে জোরপূর্বক রেখে আসে এবং সেখানে থাকা অবস্থায় ভিকটিমকে গর্ভপাত করানোর জন্য জোরপূর্বক ওষুধ সেবন করায়। ওষুধ সেবনের ফলে গত ২৪ মে ভিকটিমের পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে ভিকটিম একটি মৃত সন্তান প্রসব করে। মৃত সন্তান প্রসব করার পর কোন ধর্মীয় বিধান অনুসরণ না করেই দ্রুততম সময়ের মধ্যে মোঃ মফিজ বাচ্চাটিকে দাফন করে। অকাল গর্ভপাত হওয়ার কারণে পরবর্তীতে ভিকটিম মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে মা বিষয়টি মফিজুল ইসলামকে জানায় এবং অসুস্থ্য ভিকটিমকে চিকিৎসা করানোর জন্য টাকা চায়।

মফিজুল ইসলাম ভিকটিমের মাকে কোন সাহায্য না করে তাদেরকে লাকসামের ভাড়া বাড়ি থেকে বিতাড়িত করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় এবং বিষয়টি কারো কাছে না বলার জন্য বারবার হুমকি প্রদর্শন করতে থাকে এবং ধর্ষক মোঃ শিপন হোসেনকে আত্মগোপনে রাখে।

এ অবস্থায় ভিকটিমের মা বিষয়টি আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিভিন্ন লোকজনকে জানিয়ে সামাজিকভাবে কোন প্রতিকার না পেয়ে গত এক সপ্তাহ পূর্বে মোবাইল ফোনে বিষয়টি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পকে অবহিত করে। তারই প্রেক্ষিতে র‌্যাব বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ৭ অক্টোবর রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়া দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষক শিপন হোসেন ও তার সহযোগী মোঃ মফিজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের বিষয়টি স্বীকার করে।

কোম্পানি কমান্ডার, র‌্যাব-১১ সিপিসি-২ মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত শিপন ও মফিজুল তারা দু’জন একে অপরের ভাই। তাদের বাবা ভিন্ন। তবে মা একজন। তিনি বলেন, শিপন এবং ধর্ষিত কিশোরীর মা একই মায়ের সন্তান।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়