শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০১:০৪

বিষ্ণুপুরে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা আদালতে স্বামীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার
বিষ্ণুপুরে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা  আদালতে স্বামীর স্বীকারোক্তি
বালিশ চাপায় নিহত আমেনা আক্তার,ঘাতক স্বামী শামীম গাজী(ডানে),উপ-পরিদর্শক শাহরিন হোসাইন

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর গ্রামে বালিশ চাপা দিয়ে স্ত্রী আমেনা আক্তারকে (১৭) হত্যার ঘটনায় ঘাতক স্বামী শামীম গাজীকে (২৩) আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে শামিম তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে। আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে

শামীম গাজী জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আমেনা আক্তারকে সে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দিতে ঘরের বাঁশের আড়ার সাথে আমেনার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহত আমেনার বড় ভাই বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬৩।

মামলার পর বুধবার রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহরিন হোসাইন অভিযান চালিয়ে বিষ্ণুপুর থেকে শামীম গাজীকে আটক করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, বুধবার রাতে নিহত গৃহবধূর স্বামী শামিমকে আটক করা হয় এবং ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আসামি শামিম ১৬৪ ধারায় স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর স্বামীর বাড়িতে নববধু আমেনা আক্তার (১৭) আত্মহত্যা করেছে বলে স্বামী শামীম গাজীসহ পরিবারের সদস্যরা প্রচার করে । গত ২ মাস পূর্বে আমেনার সাথে শামিম গাজীর পারিবারিকভাবে বিয়ে হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়