বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৭

চাঁদপুর ভূমি অফিস

সার্ভেয়ারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ

গোলাম মোস্তফা
সার্ভেয়ারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের  অভিযোগ

চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যা-এর বিরুদ্ধে অর্থের বিনিময়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী জানা যায়, তিনি মামলার কাগজপত্র ও স্থানীয় সাক্ষীগণের সাক্ষ্য না নিয়ে মামলার একপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাদের পক্ষে রিপোর্ট প্রদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইট থেকে জানা যায়, সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যা চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে ২০১৯ সালের ২৪ নভেম্বর যোগদান করে এখনও একই পদে বহাল রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে তার দালাল চক্র তৈরি হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়।

বাদী (পক্ষ) রোকেয়া বেগম বলেন, প্রতিপক্ষ সোহেল গাজী গং জোরপূর্বক আমার পৈত্রিক সম্পত্তি দখল করার পাঁয়তারা করে। পরে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ১৩৬৫/২০২৪) দায়ের করি। বিজ্ঞ আদালতের পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখার জন্যে তিনি সদর মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। অপরদিকে নালিশি সম্পত্তির বিষয়ে সরজমিনে গিয়ে স্থানীয় গণ্যমান্য, পক্ষ-বিপক্ষ উভয়ের সাথে আলোচনা শেষে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন আদালতে প্রেরণ করার জন্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে এসিল্যান্ড উল্লেখিত ভূমির বিষয়ে সরজমিনে গিয়ে প্রতিবেদন দেয়ার জন্যে ভূমি অফিসের সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যাকে দায়িত্ব প্রদান করেন। সার্ভেয়ার এ নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের সাথে সখ্যতা করে চলে আসেন। কিন্তু ঘটনাস্থলে বাদী পক্ষের উপস্থিত থাকার শর্ত থাকলেও এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা না করে বিবাদী বা প্রতিপক্ষের প্ররোচনায় পক্ষ (বাদী)কে নানা ধরনের ব্রিবতকর কথাবার্তা বলেন। পরবর্তীতে তিনি তার সহকারী নৈশ প্রহরী আক্তার হোসেনকে দিয়ে পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। পক্ষ অসহায় হওয়ায় দাবিকৃত অর্থ দিতে অপরাগতা প্রকাশ করেন এবং সশরীরে ভূমি অফিসে এসে সার্ভেয়ারের তদন্তের নামে পুরো ঘটনার বিবরণ দিয়ে এসিল্যান্ডকে অবহিত করেন। পরবর্তীতে এসিল্যান্ডের পরামর্শে বাদী ১৫ ডিসেম্বর তদন্ত রিপোর্টের বিরুদ্ধে একটি নারাজি আবেদন দেন । নারাজি আবেদনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যাকে নির্দেশ দেন। নির্দেশনার চিঠি পেয়ে তিনি এসিল্যান্ডের নির্দেশনাকে উপেক্ষা করে বিবাদীর পক্ষে আদালতে রিপোর্ট প্রদান করেন। এ অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) দুপুরে যাওয়া হলে ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা নিতে আগত ২০/৩০ জন লোক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যা ও অফিস পিয়ন আক্তার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বর্ণনা দেন।

উল্লেখিত ঘটনার সময় আরেকটি ১২০৬/২৪ মামলার প্রার্থী (পক্ষ) জানান, তার মামলার তদন্ত প্রতিবেদনেও তার ও তার সাক্ষীর সাথে কোনো কথা না বলে এবং উপস্থিত এলকার ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যন, স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কোনো ধরনের কথা না বলে দ্রুত ঘটনাস্থল থেকে চলে আসেন।

অভিযোগের বিষয়ে সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গ্যা বলেন, আমি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। আপনাদের কোনো কথা থাকলে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলুন। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল এমরান খান জানান, আমার চিঠি পাওয়ার পরও তিনি কেনো আমলে নেন নি সেটি আমি দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়