শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ : অভিযুক্ত আটক

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ : অভিযুক্ত আটক
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন খন্দকার (২০) নামে এক যুবককে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা এই ঘটনায় মামলা দায়ের করার পর ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে অভিযুক্তকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনা ঘটে ৩১ আগস্ট মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামে।

শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত ধর্ষক আল-আমিন উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের একই বাড়ির বাসিন্দা। ঘটনার সময় অভিযুক্ত ধর্ষক আল-আমিন শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তাদের বসতঘরে ডেকে নেয়। এ সময় তাদের ঘরে কেউ না থাকার সুযোগে আল-আমিন শিশুকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার শিশুটি তার মার কাছে সবকিছু খুলে বলে।

পরে বিষয়টি শিশুর মা পরিবারের অন্য সদস্য ও এলাকার গণ্যমান্যদের জানালে আল-আমিনের মামাসহ এলাকার একটি প্রভারশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ৩১ আগস্ট মঙ্গলবার পুলিশ সংবাদ পেয়ে গভীর রাতে অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, অভিযুক্ত ধর্ষক আল-আমিন কতৃক ইতিপুর্বেও একই বাড়ির বিধবা ও বৃদ্ধা দুই মহিলা অনুরূপ ঘটনার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা তখন কোনো প্রকার আইনের আশ্রয় নেননি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযুক্ত আল-আমিনকে তার বাড়ি থেকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে শিশুর মা বাদী হয়ে নারী ও নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এছাড়া শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়